১০ই এপ্রিল, ২০২৫ ইং | ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৭
ব্রেকিং নিউজ
বিশাল ইয়াবার চালান মজুদ করা হয়েছে এমন তথ্য পেয়ে তার নেতৃত্বে পরিদর্শক রাজু আহাম্মদ, এসআই নাজিম, এএসআই দিদার, এএসআই ফয়েজসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে শাহপরীরদ্বীপের উত্তরপাড়াস্থ নিজ বাড়ি থেকে আরমানকে আটক করা হয়।

মাটি খুঁড়ে মিলল ১ লাখ ৭০ হাজার ইয়াবা

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে ১ লাখ ৭০ হাজার ইয়াবাসহ আরমান (৪০) এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার শাহপরীরদ্বীপ উত্তরপাড়ায় অভিযান চালিয়ে সুপারী বাগানে ও বাড়ির ভেতর মাটির নিচে পোতা অবস্থায় এসব ইয়াবা রোববার রাতে জব্দ করা হয়।

গ্রেফতার আরমান টেকনাফের শাহপরীরদ্বীপ উত্তরপাড়ার মৃত নুরুল হকের ছেলে।

টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া জানান, গোপন সংবাদে শাহপরীরদ্বীপ এলাকা থেকে পাচারের জন্য বিশাল ইয়াবার চালান মজুদ করা হয়েছে এমন তথ্য পেয়ে তার নেতৃত্বে পরিদর্শক রাজু আহাম্মদ, এসআই নাজিম, এএসআই দিদার, এএসআই ফয়েজসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে শাহপরীরদ্বীপের উত্তরপাড়াস্থ নিজ বাড়ি থেকে আরমানকে আটক করা হয়।

ওসি আরও জানান, পরে আরমানের দেখানো মতে তার বাড়ির পাশের সুপারী বাগানে ও বাড়ির ভেতর মাটিতে পোতা অবস্থায় একটি ড্রামের বস্তাভর্তি ইয়াবাগুলো উদ্ধার করা হয়। আরমান একজন শীর্ষস্থানীয় ইয়াবা পাচারকারী।

তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রজু করে রিমান্ডের প্রতিবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে বলে উল্লেখ করেন ওসি।

প্রকাশ :আগস্ট ৬, ২০১৮ ৫:৫৭ অপরাহ্ণ