১৬ই এপ্রিল, ২০২৫ ইং | ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৩:০৫
ব্রেকিং নিউজ

ভারতে পাথর খনিতে বিস্ফোরণ, ১০ শ্রমিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতে একটি পাথর খনিতে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জন শ্রমিক নিহত হয়েছে। দেশটির অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলার হাথি বেলগালে শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছে।

স্থানীয় পুলিশ ও কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার রাত ৮টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই খনির ভেতর আগুন লাগলে তা নিকটবর্তী এলাকায় ছড়িয়ে পড়ে। এতে তিনটি ট্রাক্টর, একটি লরি ও দুটি চালা ঘর পুড়ে ছাই হয়ে যায়।

একজন কর্মকর্তা জানিয়েছেন, হতাহতদের সকলেই উড়িষ্যার বাসিন্দা। শ্রমিকরা যখন খনিতে কাজ করছিল তখন বিস্ফোরণ ঘটে।

তিনি জানান, খনিতে বিস্ফোরণের সময় সেটির ভেতর কমপক্ষে ২০ জন শ্রমিক ছিল। হঠাৎ এই বিস্ফোরণে খনির ভেতর আটকা পড়ে যায় শ্রমিকরা।

প্রকাশ :আগস্ট ৪, ২০১৮ ১০:৩২ পূর্বাহ্ণ