সিলেট প্রতিবেদক:
সিলেট নগরীর দক্ষিণ সুরমার ঝালোপাড়ার একটি কলোনীতে তিনটি লাশ পাওয়া গেছে। এরমধ্যে দু’টি মহিলার লাশ ও অন্য একটি শিশুর লাশ। সোমবার দুপুরে লাশগুলো গন্ধ ছড়ালে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। মরদেহগুলোতে বিকৃত হয়ে গেছে।
এ ব্যাপারে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঝালোপাড়া এলাকার খেয়াঘাট গলির মোস্তফা মিয়ার কলোনীর একটি কক্ষ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। পরে আমরা পুলিশকে বিষয়টি অবগত করি। পুলিশ এসে কক্ষটির তালা খুলে ভিতরে মৃতদেহগুলো দেখতে পায়। এরমধ্যে দু’টি মহিলা ও একটি শিশুর লাশ রয়েছে।
দক্ষিণ সুরমা থানা পুলিশের (ওসি) খায়রুল ফজল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন তারা মরদেহ উদ্ধারের কাজ চালাচ্ছেন। এই বাসার কেয়ারটেকারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

