২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৩৯

জরিপ অনুযায়ী তিন সিটিতেই আ. লীগ প্রার্থীরা জিতবেন: জয়

 

নিজস্ব প্রতিবেদক:
সজীব ওয়াজেদ জয়বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জিতবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এর মধ্যে বরিশাল ও রাজশাহী আওয়ামী লীগ প্রার্থীরা বড় ব্যবধানে জয় পাবেন এবং সিলেটে সামান্য ব্যবধানে দলের প্রার্থী এগিয়ে রয়েছেন। রবিবার এক জনমত জরিপের ফল তুলে ধরে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এই তথ্য জানান জয়। জরিপটি করেছে স্বতন্ত্র গবেষণা সংগঠন রিসার্চ ডেভেলপমেন্ট সেন্টার (আরডিসি)

সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক স্ট্যাটাসটি হবহু তুলে দেওয়া হলো –

বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আমার টিম তিনটি জনমত জরিপ চালিয়েছে। পুরো জুলাই মাসজুড়ে এই জরিপ চালানো হয়। এটি পরিচালনা করেছে স্বতন্ত্র গবেষণা সংগঠন রিসার্চ ডেভেলপমেন্ট সেন্টার (আরডিসি)। জরিপের ফল এখানে দেওয়া হলো:

বরিশাল

সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ (আওয়ামী লীগ) : ৪৪ শতাংশ

মুজিবুর রহমান সরওয়ার (বিএনপি): ১৩.১ শতাংশ

অন্য প্রার্থী: ০.৮ শতাংশ

সিদ্ধান্তহীন: ২৩.৫ শতাংশ

জবাব দিতে অস্বীকৃতি জানিয়েছে: ১৫.৯ শতাংশ

জরিপে অংশ নিয়েছিলেন ১ হাজার ২৪১ জন নিবন্ধিত ভোটার।

রাজশাহী

খায়রুজ্জামান লিটন (আ. লীগ): ৫৮ শতাংশ

মোসাদ্দেক হোসেন বুলবুল (বিএনপি): ১৬.৪ শতাংশ

অন্য প্রার্থী: ০.৯ শতাংশ

সিদ্ধান্তহীন: ১২.৩ শতাংশ

জবাব দিতে অস্বীকৃতি: ৯.৬ শতাংশ

জরিপে অংশ নিয়েছিলেন সংখ্যা ১ হাজার ২৯৪ জন নিবন্ধিত ভোটার

সিলেট

বদর উদ্দিন কামরান (আ.লীগ): ৩৩ শতাংশ

আরিফুল হক চৌধুরী (বিএনপি): ২৮.১ শতাংশ

অন্য প্রার্থী: ১.৩ শতাংশ

সিদ্ধান্তহীন: ২৩ শতাংশ

জরিপে অংশ নিয়েছিলেন ১ হাজার ১৯৬ জন নিবন্ধিত ভোটার।

বরিশাল, রাজশাহী ও সিলেট শহরের ২০১১ সালের আদমশুমারির বয়স বিভাজন এবং সিটি করপোরেশনগুলোর ভোটার তালিকার ভিত্তিতে জরিপ পরিচালনা করা হয়। ভোটার নিবন্ধনের তালিকায় থাকা ঠিকানা ধরে জরিপের অংশগ্রহণকারী নির্বাচন করা হয়। এই তিন সিটি করপোরেশনে যাদের নাম ভোটার তালিকায় রয়েছে তাদেরকেই শুধু জরিপে প্রশ্ন করা হয়েছে। এই জরিপের ‘মার্জিন অব এরর’ হতে পারে প্রায় +/- ২.৫ %।

 

প্রকাশ :জুলাই ২৯, ২০১৮ ২:০৪ অপরাহ্ণ