আন্তর্জাতিক ডেস্ক:
জাপানের আবহাওয়া সংস্থা বলছে, ঘূর্ণিঝড় জংডারি ঘন্টায় ১শ’ ৮০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে এবং শনিবার রাত কিংবা রোববার সকাল নাগাদ এটি আঘাত হানতে পারে।
ঘূর্ণিঝড়টি এই সময়ে রাজধানী টোকিও থেকে ৪ শ’ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে এবং রোববার পশ্চিমের চুগোকু দ্বীপাঞ্চল দিয়ে অতিক্রম করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে চলতি মাসের শুরুতে এ অঞ্চলে আকষ্মিক বন্যা ও ভূমি ধসে ২ শ’ ২০ জনের প্রাণহানি হয়।
কর্তৃপক্ষ ঘূর্ণিঝড় জংডারির প্রভাবে ভারী বর্ষণ, ভূমি ধস হতে পারে বলে সতর্ক করেছে এবং দ্রুত বাসিন্দাদের নিরাপদে সরে যেতে বলেছে।
আবহাওয়া বিভাগের কর্মকর্তা মিনাকো সাকুরিয়া বলেন, আমরা মানুষকে বিশেষ করে ভারী বর্ষণে বিপর্যস্ত জনসাধারণকে নিরাপদে সরিয়ে নেয়ার ওপর বেশি নজর দিতে চাই।
এদিকে ঘূর্ণিঝড় জংডারির আঘাত হানার আশঙ্কায় বিমানের প্রায় দেড় শ’ আভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

