১৮ই ডিসেম্বর, ২০২৫ ইং | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:০২
সংগৃহীত ছবি

সাতসকালে নৈশকোচ প্রাণ নিল ৩ জনের

নিজস্ব প্রতিবেদক:
রংপুর নগরের হাজীরহাট এলাকায় বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ছয়জন।

রোববার সকাল ৭টার দিকে নগরের হাজীরহাট ব্রিজসংলগ্ন আকিজ কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

রংপুর কোতোয়ালী থানার এসআই মনোয়ার হোসেন জানান, ঢাকা থেকে হানিফ এন্টারপ্রাইজের বাসটি ঠাকুরগাঁও যাচ্ছিল। পথে রংপুর নগরীর হাজিরহাট মন্থনা এলাকায় বিপরীতমুখি একটি অটোরিকশাকে চাপা দেয় ওই বাসটি। এতে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত হন এবং আহত হন সাতজন।

আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহত ছয়জনকে রমেকে ভর্তি করা হয়েছে।

প্রকাশ :জুলাই ২২, ২০১৮ ১০:১৯ পূর্বাহ্ণ