নিজস্ব প্রতিবেদক:
দেশের ব্রক্ষপুত্র- যমুনা এবং গঙ্গা-পদ্মা নদ-দীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামি ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যহত থাকতে পারে।
আর আগামি ২৪ ঘন্টায় উজান মেঘনা অববাহিকার সকল প্রধান নদীসমূহের পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।
আজ সোমবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আপার মেঘনা অববাহিকার মনু ও ধলাই নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি, সুরমা ও কুশিয়ারা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে।
আজ সোমবার সকাল ৯ টা পর্যন্ত দেশের ৯৪টি পর্যবেক্ষণাধীন পানি সমতল স্টেশনের মধ্যে পানি সমতল বৃদ্ধি পেয়েছে ৪৬টি, হ্রাস পেয়েছে ৪৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৩টি পানি সমতল স্টেশনে।
তবে কোনো পানি সমতল স্টেশনে নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে না।