১০ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৮
?????????????????????????????????

বিএনপির সঙ্গে কোনো প্রেম হবে না: হাছান

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপির সঙ্গে কোনো প্রেম হবে না।
বললেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।
pran শুক্রবার (২২ জুন) সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
হাছান মাহমুদ বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকারে বিএনপির থাকার সুযোগ নেই।

তিনি বলেন, রাজনীতিতে ভালবাসার কোনো স্থান নেই। রাজনীতি হচ্ছে হিসেবের অঙ্ক। হিসেবের অঙ্কে এখানে করুণা করা, ভালবাসা দেওয়া, প্রেম করার কোনো সুযোগ নেই।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি কী চায় সেটা তারা নিজেরাও জানে না। আমরা কী চাই সেটা সুস্পষ্ট। আমরা চাই সংবিধানের নির্দিষ্ট অরবিটের মধ্যে থেকে আগামী নির্বাচন হবে।

ওবায়দুল কাদের বলেন, গতবার তারা সেই ট্রেন মিস করেছে। গণভবনে প্রধানমন্ত্রী ডেকেছেন। খালেদা জিয়ার প্রত্যাখ্যানের ভাষাটা এখনও কানে বাজে। কি অশালীন, অশ্রাব্য ভাষা সাবেক প্রধানমন্ত্রীর মুখে। এটা ভাবতে লজ্জা লাগে।

তিনি বলেন, সেদিন তারা বুঝিয়ে দিয়েছেন তারা সংলাপ চান না, তারা আলোচনা চান না। তারা এখন সংলাপ চান। কিন্তু এখন সংলাপের কোনো প্রয়োজন নেই।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আশঙ্কা তো থাকবেই। তবে এবার আমরা খুব কনফিডেন্ট। এবার (আগামী সংসদ নির্বাচন) আর গতবারের মতো জ্বালাও-পোড়াও করার সুযোগ দেওয়া হবে না।

প্রকাশ :জুন ২৩, ২০১৮ ১০:৩০ পূর্বাহ্ণ