এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের বীরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়ী ঘর ভাংচুর ও হামলায় শিশু সহ আহত-৩।
বীরগঞ্জ পৌর শহরের মাকড়াই গ্রামের সমশের ইসলামের পুত্র মোঃ নাসির ইসলামের লিখিত অভিযোগে জানা গেছে, মাকড়াই মৌজার ১৬ নং খতিয়ায়ানের ৬৪/৬৫ নং দাগের ১৩ শতক জমি ক্রয় করিয়া ঘর বাড়ি নির্মান করিয়া দীর্ঘ দিন যাবৎ বসবাস ও ভোগদখল করিয়া আসিতেছে।
২৩ মে বেলা সাড়ে ১১টার দিকে নাসির না থাকার সুযোগে একই এলাকার মোঃ ইসমাইল হোসেন(৫৫), পিতা-লাল মোহাম্মদ, মোঃ মোমিন ইসলাম(৩২), পিতা-মোঃ সামছুল আলম, মোঃ রানা ইসলাম(২৮), পিতা-মোঃ সামছুল আলম, মোঃ বিপ্লব ইসলাম(৩৩), পিতা-মৃতঃ শাখা মোদ্দিন, মোঃ সিরাজ ইসলাম(৩২), পিতা-মোঃ ইসমাইল, মোঃ বোরহান ইসলাম(২৮), পিতা-মোঃ আব্দুর রাজ্জাক, মোছাঃ মাজেদা বেগম(৪৫), স্বামী মোঃ ইসমাইল, মোছাঃ ছালেহা বেগম(৩৮), স্বামী-মোঃ এনামুল হক, মোছাঃ রেহেনা খাতুন(২৫), স্বামীঃ বোরহান আলী, মোছাঃ মালেকা বেগম(৪৫), স্বামী-মৃতঃ সিরাজুল ইসলাম, মোঃ এনামুল হক(৪০), মোঃ আব্দুল ইসলাম(৩০), পিতা-মোঃ নুহ ইসলাম উক্ত জমিতে থাকা টিন ও বাঁশের তৈরি ঘর ভাংচুর করে।
নাসিরের বাবা সমশের, মা জয়গুন বাধা দিলে মোমিনেরা হামলা চালিয়ে তাদের আহত করে। এসময় তার ৭ বছরের পুত্র মোঃ ফাইম ইসলাম দাদা দাদীর পাশে এলে তাকেও মারধর করে শরিলের বিভিন্ন যায়গায় আঘাত করে। তাদের আত্মচিৎকারে মৃতঃ আমজাদ আলীর পুত্র মোঃ নুমান, মৃতঃ শেরাফতের পুত্র হাবিব ইসলাম, জাহিদুল, সলেমান এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে। হামলা ও ভাংচুরের ঘটনায় নাসির বাদী হয়ে অভিযোগ দাখিল করে।
দৈনিক দেশজনতা/এন এইচ