স্পোর্টস ডেস্ক:
রাশিয়ায় অনুষ্ঠেয় ২১তম ফিফা বিশ্বকাপের আগে নিজ দেশকে নিয়ে সমালোচনা মুখরিত হলেন আর্জেন্টিনার কিংবদন্তি খেলোয়াড় ডিয়েগো ম্যারাডোনা। আসন্ন বিশ্বকাপে বড় ধরণের বিপদে পড়বে আর্জেন্টিনা বলে মনে করেন তিনি। তার মতে, ‘গ্রুপ পর্বে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে খেলতে হবে আর্জেন্টিনাকে। এই পর্বের বাঁধা টপকে যাওয়া কঠিনই হবে মেসি-মারিয়াদের।’
আসন্ন বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে খেলবে আর্জেন্টিনা। গ্রুপের অন্য দলগুলো হলো- আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া। ১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আসন্ন বিশ্বকাপে যাত্রা শুরু করবে দু’বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ পর্ব টপকানোটাই আর্জেন্টিনার জন্য কঠিন বলে মনে করেন দেশটির অন্যতম সেরা খেলোয়াড় ম্যারাডোনা।
গ্রুপ পর্বে নাইজেরিয়াকে তো বটেই অন্যান্য দলকেও আর্জেন্টিনা হারাতে পারবে না বলেও মন্তব্য করেন জাতীয় দলের হয়ে ৯১ ম্যাচে ৩৪ গোল করা ম্যারাডোনা। তিনি বলেন, ‘আমি খুব সন্দিহান এবং সত্যিই অনেক বেশি সংশয়ের ব্যাপার এটি। আশা করি প্রথম পর্বে সবকিছু ভালোভাবেই করতে পারবে তারা। এই গ্রুপে আইসল্যান্ড, নাইজেরিয়া ও ক্রোয়েশিয়া আছে এবং এজন্যই এটি সহজ হবে না, মোটেও সহজ হবে না।’
১৯৭৮ ও ১৯৮৬ সালে আর্জেন্টিনার বিশ্বকাপের জয়ের সদস্য ম্যারাডোনা আবুধাবি স্পোর্টসকে দেয়া একটি সাক্ষাতকারে জাতীয় দল নিয়েই বেশিরভাগ কথা বলেন। কোচ হোর্হে সাম্পাওলির সমালোচনা করে ৫৭ বছর বয়সী ম্যারাডোন বলেন, ‘এটি এমন একটা দল যাদের কোন অভিজ্ঞতা নেই, তাদের কোন নেতা নেই এবং তাদের ম্যাচ নিয়ে নেই কোন পরিকল্পনাও। মনে হচ্ছে এবার আমাদের মানসম্মান অনেক ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছে, মানসম্মান বিসর্জন হতে যাচ্ছে।’
দল নিয়ে সমালোচনার পাশাপাশি আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনার ফরমেশন নিয়েও কথা বলেন ম্যারাডোনা। তিনি বলেন, ‘আর্জেন্টিনা থেকে জানতে পেরেছি তিনি(কোচ) ২-৩-৩-২ ফরমেশনে খেলতে চায়। এটা অদ্ভুত। ১৯৩০ সালে এভাবে খেলা হতো।’
দৈনিক দেশজনতা/ টি এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

