বিনোদন ডেস্ক:
ফের ছোটপর্দায় শুরু হতে চলেছে জনপ্রিয় কুইজ শো কৌন বনেগা ক্রোড়পতি সিজন-৯। প্রথমে শোনা গিয়েছিল, এ সিজনে সঞ্চালকের আসনে দেখা যেতে পারে বচ্চন বধু ঐশ্বরিয়া রাই বচ্চনকে অথবা মাধুরী দীক্ষিতকে। তবে সমস্ত জল্পনায় পানি ঢেলে বিগ বির ঘোষণা ফের তিনি ফিরছেন ছোটপর্দায় এবং জনপ্রিয় শো কেবিসির হাত ধরেই।
এবিপি আনন্দ পত্রিকা সূত্রে জানা যায়, অমিতাভ নিজের ব্লগে এ কথা ঘোষণা করেছেন। সেখানে তিনি এ কথাও জানিয়েছেন, আগামী আগস্ট-সেপ্টেম্বর থেকে ছোটপর্দায় ফের শুরু হতে চলেছে এই শো।২০০০ সালে শুরু হয় এই শো। শুধু সিজন থ্রির শোয়ের সঞ্চালনার দায়িত্বে ছিলেন সুপারস্টার শাহরুখ খান। তবে ব্লগে শুধু এ খবরই শেয়ার করেননি অমিতাভ, শেয়ার করেছেন তার সঞ্চালকের আসনে বসার অভিজ্ঞতাও।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

