১১ই এপ্রিল, ২০২৫ ইং | ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:৫৬
ব্রেকিং নিউজ

রাজধানীতে মাদকসহ ৭৭ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদকসেবন ও বিক্রির দায়ে ৭৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১২১৫৮ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি ৮৭ গ্রাম ৮৯৬ পুরিয়া হেরোইন এবং ৪২ কেজি ৬৬৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

২৪ মে, ২০১৮ সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬৩ টি মামলা করা হয়েছে।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :মে ২৫, ২০১৮ ৮:০৫ অপরাহ্ণ