নিজস্ব প্রতিবেদক:
মাদারীপুরের কালকিনিতে নকল সেমাই কারখানা সিলগালা ৬ টন সেমাই ধ্বংস ও ৮০হাজার টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সন্ধ্যায় উপজেলার পাথুরিয়ার পাড় (দক্ষিণ ধুয়াসার) গ্রামের মো. হালিম ঘরামী নিউ ভাই ভাই লাচ্ছা সেমাই কারখানায় মাদারীপুর র্যাব -৮ এর কোম্পানি কমান্ডার তাজুল ইসলাম ও মাদারীপুরজেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমানের টিম এই অভিযান চালায়।
কারখানার মালিক মো.হালিম ঘরামী বলেন, আমি এ সেমাই প্যাকেট জাত করে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করতাম আর করবো না।
র্যাব ৮ এর কোম্পানি কমান্ডার তাজুল ইসলাম বলেন, আমরা তার কাছে কোম্পানির কাগজপত্র চাই তিনি কোনো কাগজপত্র দিতে পারেননি তাই আমরা অভিযান পরিচালনা করি।
তিনি বলেন, ঈদকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধ পথ অবলম্বন করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে,আমাদের এ অভিযান চলবে।
দৈনিক দেশজনতা /এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

