২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৪৮

পাক-ভারত সীমান্তে গোলাগুলিতে বিএসএফ সদস্যসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক:

ভারত নিয়ন্ত্রিত জম্মুর সীমান্তে পাকিস্তান ও ভারতের গোলাগুলিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্য ও ৪জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার এই গোলাগুলি হয়। এই ঘটনায় উভয় দেশ একে অপরের বিরুদ্ধে অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে।ডন, টাইমস অব ইন্ডিয়া।

এক সিনিয়র বিএসএফ কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, জম্মুতে পাকিস্তানি রেঞ্জারদের ব্যাপক গোলা বর্ষণে এক বিএসএস সদস্য ও চা জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১২ জন। ভারতীয় বাহিনী পাল্টা গুলি ছোড়ে।

শুক্রবারের গুলির ঘটনাটি শনিবার জম্মু-কাশ্মিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরে আগে তৃতীয়বারের মতো ঘটলো।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানায়, উসকানি ছাড়াই সীমান্তে ভারতের গুলিতে চার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন শিশু।

মার্কিন বার্তা সংস্থা ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়েছে জানিয়েছে, বৃহস্পতিবার শেষ রাতের দিকে পাকিস্তানি স্নাইপারের গুলিতে ভারতীয় আধাসামরিক বাহিনীর এক সদস্য নিহত হওয়ার ঘটনায় উভয় দেশের মধ্যে গোলাগুলি শুরু হয়।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ১৮, ২০১৮ ৬:০৪ অপরাহ্ণ