নিজস্ব প্রতিবেদক:
কোটা বাতিলের উপর দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রজ্ঞাপনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিক্ষোভ করছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সকাল ১১টা থেকে বিক্ষোভ শুরু হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ শুরু করে আন্দোলনরত শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। মিছিলে প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে। মিছিলটি এখন ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করছে।
দৈনিক দেশজনতা/ টি এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

