স্পোর্টস ডেস্ক:
প্রিমিয়ার হকি লিগে আরেকটি বড় জয় পেয়েছে আবাহনী। শনিবার মওলনা ভাসানী স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ম্যাচে সাবেক চ্যাম্পিয়নরা ১০-০ গোলে হারিয়েছে বাংলাদেশ স্পোর্টিং ক্লাবকে। ক্লাব কাপ চ্যাম্পিয়ন আবাহনী লিগের প্রথম ম্যাচে ১০-০ গোলে পুলিশ এসসিকে এবং ৮-০ গোলে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করেছিল।
বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছেন আবাহনীর আরশাদ হোসেন। তিনি ২৪, ৩৭ ও ৬০ মিনিটে গোল করেন। জোড়া গোল করেছেন কৃষ্ণ কুমার। একটি করে গোল করেছেন আশরাফুল ইসলাম, রুম্মান সরকার, আফসার উদ্দিন, সোহানুর রহমান সবুজ ও শহীদুল্লাহ খোকন।
আবাহনী দুই অর্ধে ৫টি করে গোল করে। ১৬ মিনিটে কৃষ্ণ কুমারের গোলে এগিয়ে যায় ধানমণ্ডির দলটি। ১৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আশরাফুল ইসলাম। ২৪ মিনিটে আরশাদ করেন দলের তৃতীয় গোল। ২৬ মিনিটে রুম্মান সরকার গোল করলে বড় জয়ের দিকে এগিয়ে যায় আবাহনী। ৩৪ মিনিটে ব্যবধান ৫-০ করেন আফসার।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আরশাদ নিজের দ্বিতীয় ও দলের ষষ্ঠ গোল করেন। ৫০ মিনিটে সবুজ, ৫৩ মিনিটে কৃষ্ণ, ৬০ মিনিটে আরশাদ ও ৬৩ মিনিটে খোকন গোল করেন।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

