২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১০:৫৩

তক্ষক বেচাকেনার সময় ১৬ লাখ টাকাসহ আ‘লীগ নেতা আটক

বান্দরবান প্রতিনিধি :

বান্দরবানের আলীকদম উপজেলার রেপারপাড়া বাজারে তক্ষক বেচাকেনার সময় নগদ ১৬ লাখ টাকাসহ এক আওয়ামীলীগ নেতা ও আরও ২ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৪ মে) বেলা সাড়ে ১১টায় উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের রেপারপাড়া বাজারের চৌধুরী মো. রফিকুল ইসলাম চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে।

তক্ষক, নগদ টাকা ও জড়িদের আটকের বিষয়টি আলীকদম থানা পুলিশ অস্বীকার করলেও বান্দরবান পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার বলেন, লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুস সালাম চৌধুরীকে বিষয়টি খতিয়ে দেখার জন্য দায়িত্ব দেয়া হয়েছে।

আটককৃতরা হলেন- রেপারপাড়া বাজার চৌধুরী মো. রফিকুল ইসলাম (ক্রেতা) এবং চৈক্ষ্যং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুজিত দাশ সোহাগ ও চৈক্ষ্যং ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. খলিল (বিক্রেতা)। ক্রেতা রফিকুল ইসলামের সহযোগী আরো ১ জনের নাম পাওয়া যায়নি। এসময় ১টি ১৬ ইঞ্চি লম্বা তক্ষক, নগদ ১২ লাখ টাকা ও ৪ লক্ষ টাকার ১টি চেক উদ্ধার করা হয়।

জানা গেছে, ১৬ ইঞ্চি সাইজের একটি তক্ষক বিক্রয়ের উদ্দেশ্যে সুজিত দাশ সোহাগ ও খলিল বাজার চৌধুরী মো. রফিকুল ইসলামের বাড়িতে আসে। সেখানে লেনদেনের সময় খবর পেয়ে আলীকদম থানার পুলিশ হাতেনাতে নগদ টাকা, চেক ও ক্রেতা-বিক্রেতাকে আটক করে।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ৪, ২০১৮ ৬:৪২ অপরাহ্ণ