নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর রামপুরা, দারুসসালাম ও আদাবর এলাকা থেকে তিনজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহতরা হলেন রামপুরার তাছলিমা আক্তার (২০), দারুসসালাম এলাকার ঝর্ণা আক্তার জনি (২৪) ও আদাবর এলাকার মেহেদী হাসান সবুজ (১৯)।
রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. দুলাল আহম্মদ জানান, তাছলিমা তাঁর স্বামীর সঙ্গে রামপুরা ওয়াপদা রোড বাগিচারটেক এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। পারিবারিক কলহের জেরে বুধবার রাতে গলায় ফাঁস লাগিয়ে তাছলিমা আত্মহত্যা করেন বলে তাঁর পরিবার জানিয়েছে। এসআই জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এদিকে, দারুসসালাম থানার ডিউটি অফিসার আবু বকর সিদ্দিক জানান, স্বামী আলামিন হোসেনের সঙ্গে দারুসসালাম এলাকার লালকুটির একটি ভাড়া বাসায় থাকতেন ঝর্ণা আক্তার জনি। পারিবারিক কলহের জেরে বুধবার ঝর্ণা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান পুলিশ কর্মকর্তা।
আদাবর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) শামীম শিকদার জানান, মেহেদী হাসান একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তিনি পরিবারের সঙ্গে আদাবর এলাকার ১০ নম্বর রোডের একটি বাড়িতে ভাড়া থাকতেন। সবুজ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে তাঁর পরিবার জানিয়েছে। খবর পেয়ে সবুজের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান এসআই শামীম। গতকাল বুধবার মধ্যরাতে তাঁদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

