বিনোদন ডেস্ক:
শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউডের তারকা জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোণ।
এমন খবরই সম্প্রতি ভারতীয় গণমাধ্যমগুলো প্রকাশ করছে। শুধু তাই, বিয়ের পরিকল্পনার বিষয়টিও তারা ফলাও করে প্রকাশ করছে। সূত্র নাকি জানিয়েছে, ‘বাজিরাও মাস্তানি’ ছবির এ জুটির মা-বাবা নাকি একসঙ্গে বসে বিয়ের আলোচনা সেরে ফেলেছেন।
মুম্বাই ও বেঙ্গালুরুতে দুটি আলাদা বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দুই পক্ষের খুব কাছের পারিবারিক সদস্য ও বন্ধুরা। এসবই সূত্র বরাতে পাওয়া ভারতীয় গণমাধ্যমের তথ্য। এ বিষয়ে দীপিকা কিংবা রণবীর কারোই কোনো মন্তব্য পাওয়া যায়নি।
গণমাধ্যমের দাবির বিষয়টি একেবারে গুজব বলেও ফেলে দেয়া যায় না।
কারণ, কিছুদিন আগে মা আর ছোট বোন আনিশার সঙ্গে বেঙ্গালুরুতে বিয়ের গয়না কিনতেও দেখা গেছে দীপিকাকে। পাশাপাশি দক্ষিণ মুম্বাইয়ে আনুশকা ও বিরাট কোহলীর বাড়ির পাশেই নতুন ফ্ল্যাট খুঁজতে দেখা গেছে দীপিকা পরিবারকে। একটি বাড়ি নাকি পছন্দও হয়েছে তাদের।
এ কারণেই ধারণা করা হচ্ছে চলতি বছর সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে যে কোনো দিন গাঁটছড়া বাঁধবেন দীপিকা ও রণবীর।
দৈনিক দেশজনতা/ টি এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

