১০ই এপ্রিল, ২০২৫ ইং | ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:০৩
ব্রেকিং নিউজ

পাবনায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক:

পাবনা সদর উপজেলায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১০টার দিকে বাঙ্গাবাড়িয়া মাঠের মধ্য থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে তা ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির নামপরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। এছাড়া স্থানীয়রাও তাকে চেনেন না বলে জানান।পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল রাজ্জাক জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। তবে তাকে হত্যা করা হয়েছে নাকি তিনি আত্মহত্যা করেছেন বিষয়টি এখনো স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।

দৈনিক দেশজনতা/এন এইচ

 

প্রকাশ :জুন ১, ২০১৭ ৯:৪৭ পূর্বাহ্ণ