১০ই এপ্রিল, ২০২৫ ইং | ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১০
ব্রেকিং নিউজ

ময়মনসিংহে তেলবাহী লরির চাপায় নিহত ২

ময়মনসিংহ প্রতিবেদক:
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় তেলবাহী লরির চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন, এনামুল (২৫) ও হৃদয় (২৪)। তারা দুজনই উপজেলার বালিখা ইউনিয়নের ধলিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার মধুপুর এলাকার ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক এই খবরের নিশ্চিত করে জানান, বিকেলে তেলবাহী একটি লরি ময়মনসিংহ থেকে তারাকান্দার উদ্দেশ্যে যাচ্ছিল। পরে উপজেলার মধুপুর এলাকায় লরিটি পৌঁছলে একটি মোটরসাইকলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের  দুই আরোহীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে। ঘাতক লরিটি থানায় পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :এপ্রিল ২৬, ২০১৮ ৭:০৫ অপরাহ্ণ