নিজস্ব প্রতিবেদক:
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ইডেন কলেজের ছাত্রীকে এসিড নিক্ষেপের মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।একই সঙ্গে আসামিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে, যা ওই ছাত্রীকে দিতে নির্দেশ দিয়েছেন আদালত। দণ্ড পাওয়া আসামির নাম মনির হোসেন।
আজ বৃহস্পতিবার ঢাকার প্রথম অতিরিক্ত জেলা দায়রা জজ প্রদীপ কুমার রায় এ রায় ঘোষণা করেন।
ওই ছাত্রীকে ছুরিকাঘাত করায় দণ্ডবিধির ৩২৪ ধারায় দণ্ডিত আসামি মনির হোসেনকে আরও দুই বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
এছাড়া এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় মাসুম নামে একজনকে খালাস দিয়েছেন আদালত।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১৩ সালের ১৫ জানুয়ারি ইডেন কলেজে যাওয়ার পথে চানখাঁরপুল মোড়ে আসামিরা ওই কলেজছাত্রীকে বিয়ের প্রস্তাব দেয়। এতে রাজি না হলে তার মাথায় ও মুখে এসিড নিক্ষেপ করা হয়।
এছাড়া ওই ছাত্রীর হাতের কব্জি ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যান আসামিরা।
এ ঘটনায় পরে ছাত্রীর ভাই মহিউদ্দিন আহমেদ বংশাল থানায় মামলা দায়ের করেন। ২০১৩ সালের ১৪ মার্চ এসিড অপরাধ দমন আইন ও দণ্ডবিধি আইনে আসামি মনির ও মাসুমের নামে দুটি অভিযোগপত্র দেয় পুলিশ।
দৈনিক দেশজনতা/এন আর