আন্তর্জাতিক ডেস্ক:
ইন্দোনেশিয়ায় তেলকূপ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে। বুধবার ভোরের এই দুর্ঘটনার পর প্রাথমিকভাবে ১০ জন প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নেয়ার সময় আরো ১১ জন মারা যান।
সুমাত্রা দ্বীপের আচেহ প্রদেশের একটি আবাসিক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আগুন উপরে প্রায় ৭০ মিটার পর্যন্ত পৌঁছে যায়। আগুনের শিখা ঘরবাড়ি ও পাম গাছ ছাড়িয়ে যায়।
পেউরেউলাক গ্রামে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়লে কয়েকটি বাড়িঘর ধ্বংস হয়ে যায়। তবে শেষ পর্যন্ত কর্তৃপক্ষ আগুন নেভাতে সক্ষম হয়।
আচেহ দুর্যোগ প্রশমন সংস্থার কর্মকর্তা হেনি নুরমায়ানি বলেন, ‘আগুন নিভিয়ে ফেলা হয়েছে। আমরা ঘটনাস্থলের পরিস্থিতি ও আহতদের পর্যবেক্ষণ করে যাচ্ছি।’
তিনি বলেন, এই ঘটনায় আহত বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
দৈনিক দেশজনতা/এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

