বিনোদন ডেস্ক:
সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে রাতারাতি আজকাল তারকা বনে যাচ্ছেন অনেকেই। কেউ অভিনয় করে, কেউ কবিতা আবৃত্তি করে, কেউ বা গান গেয়ে মাতিয়ে দিচ্ছেন। সেই ধারাবাহিকতায় বাংলাদেশে নতুন সংযোজন কিশোর রাফসানুল ইসলাম।
এই কিশোর এরইমধ্যে জুনিয়র আইয়ুব বাচ্চু হিসেবে পরিচিতি পেয়ে গেছে। কেন? রাফসান আইয়ুব বাচ্চুর জনপ্রিয় ‘হাসতে দেখো গাইতে দেখো’ গানটি গেয়ে আলোচনায় চলে এসেছে। ১৩ এপ্রিল ভাইরাল হওয়া গানটি ইতিমধ্যে দেখা হয়েছে প্রায় চার লক্ষবার।
এই খবরটি পৌঁছে গেছে স্বয়ং আইয়ুব বাচ্চুর কাছে। তিনি নিজেই আগ্রহ নিয়ে গেল মঙ্গলবার ডেকে আনেন রাফসানকে। নিজের ব্যান্ড দল ধোঁয়া’র সদস্যদের নিয়ে আইয়ুব বাচ্চুর সঙ্গে দেখা করে নেত্রকোনার ছেলেন রাফসান। প্রিয় আদর্শকে চোখের সামনে দেখে আপ্লুত হয়ে যায় সে। আইয়ুব বাচ্চু তাকে নিয়ে একসঙ্গে গানও গান।
রাফসানের বাবা রফিকুল ইসলাম জানিয়েছেন, চার বছর থেকে গান শেখে রাফসান। চ্যানেল আইয়ের ক্ষুদে গানরাজেও অংশ নিয়েছেন তিনি । ২০১৮ সালের শুরু থেকে ব্যান্ডদল ‘ধোঁয়া’তে যুক্ত হয় রাফসান।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

