নিজস্ব প্রতিবেদক:
সেনাবাহিনী ছাড়া এখন যেকোনো নির্বাচন সুষ্ঠুভাবে করা অসম্ভব। জনগণ মনে করে, আমি ভোট দিলে কি হবে। প্রার্থীতো আগেই ঠিক করা। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘সিটি করপোরেশন নির্বাচন ও নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ তথ্য তুলে ধরা হয়।
এতে বলা হয়, সেনাবাহিনী ছাড়া এখন যেকোনো নির্বাচন সুষ্ঠুভাবে করা অসম্ভব। জনগণ মনে করে, আমি ভোট দিলে কি হবে। প্রার্থীতো আগেই ঠিক করা।
আগামী ১৫ মে খুলনা ও গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ দুটি সিটি নির্বাচনের দিকে সবাই তাকিয়ে রয়েছে। কেননা এর উপর নির্ভর করবে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ হবে কিনা।
নির্বাচন কমিশনের হাতে সকল ক্ষমতা রয়েছে। তারা চাইলে নির্বাচন সুষ্ঠ ও সুন্দর হতে পারে। তবে সেনাবাহিনী ছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে করা অসম্ভব।
এসময় উপস্থিত ছিলেন সুজন সভাপতি ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান এবং বদিউল আলম মজুমদার, সাবেক ব্রি (অবঃ) সাখাওয়াত হোসেন , নগর পরিকল্পনাবিদ তোফায়েল আহমেদ, বাসদ সভাপতি খালেকুজ্জামান, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ও ব্যারিস্টার রুমিন ফারহানা।
দৈনিকদেশজনতা/ এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

