১৭ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৯

যাত্রাবাড়ীতে ৮ টন জাটকা জব্দ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর যাত্রাবাড়ী মৎস্য আড়তে অভিযান চালিয়ে বিক্রয়নিষিদ্ধ আট টন জাটকা ইলিশ জব্দ করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে জাটকা বিক্রির অপরাধে সাতজনকে দুই বছর করে কারাদণ্ড দেয়া হয়।

শনিবার রাত ৯টা থেকে রোববার ভোর পর্যন্ত চলে এই অভিযান। অভিযানের নেতৃত্ব দেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

সারওয়ার আলম বলেন, জাটকা বিক্রির বিরুদ্ধে র‌্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ২২, ২০১৮ ৬:৫০ অপরাহ্ণ