স্পোর্টস ডেস্ক:
চলছে আইপিএল। সন্ধ্যা নামতেই ক্রিকেট অনুরাগিরা বসে যাচ্ছেন টিভি সেটের সামনে। ঘরে বসে দেখছেন আইপিএল ধুম-ধাড়াক্কা চার-ছক্কার মার। চার-ছক্কার ফুলঝুরির পাশাপাশি টিভি ক্যামেরার কারুকাজও চোখে পড়ছে সবার। সেই সাথে এবারের আইপিএলে রয়েছে রিভিউ সিস্টেমও।
বলার অপেক্ষা রাখে না, বিপিএলে আম্পয়ারের সিদ্ধান্তর যথার্থতা প্রমাণে রিভিউ সিস্টেম নেই। আর টিভি ক্যামেরার কারুকাজও বেশ দুর্বল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্মকর্তারা বারবার বিপিএলকে আইপিএলের পর বিগব্যাশ কিংবা অন্যান্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর চেয়ে বড় ও আকর্ষণীয় আসর দাবি করলেও টিভি সম্প্রচারের মান মোটেই আশাব্যাঞ্জক নয়।
আজ পল্টন ময়দানে শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করতে এসে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপে জালাল ইউনুস বলেন, ‘আমরাও চাই বিপিএলে ব্রডকাস্টিং কোয়ালিটি ভালো হোক।’
জালাল বোঝানোর চেষ্টা করেন, ক্যামেরা বাড়ানোর ওপরই নির্ভর করছে প্রচারের মান বৃদ্ধি। তাই তার কন্ঠে এমন কথা, ‘যত বেশি ক্যামেরা ব্যবহার করা যায়, প্রচারের মান ততই ভাল হবে। আমরা সেভাবেই চাই। আমাদের আশা আছে, সামনে আরও একটু ঝলমলে করতে চাচ্ছি।’
তার ধরন কেমন? জালাল জানালেন, ‘এলইডি উইকেট ব্যবহার করতে চাচ্ছি এবার। যদি পারা যায় স্পাইডার ক্যামেরা নিয়েও চিন্তা করছি। আগে রিভিউ নেওয়া হতো না। সামনে এটা নেওয়ার সুযোগ থাকবে। রিভিউ নিতে হলে ক্যামেরা বাড়াতে হবে। স্লো মোশন ক্যামেরা বাড়াতে অতিরিক্ত ব্যয় হবে। সেটি ব্যয় করতেও আমরা রাজি।
দৈনিক দেশজনতা/এন এইচ’