১০ই এপ্রিল, ২০২৫ ইং | ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:৪১
ব্রেকিং নিউজ

সেন্টমার্টিনে অভিযান চালিয়ে ইয়াবাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক:

টেকনাফ উপজেলার সেন্টমার্টিনের দক্ষিণ পাড়ায় অভিযান চালিয়ে ১ লাখ ইয়াবাসহ সাদ্দামকে (২৮) নামের ১ যুবককে আটক করে পুলিশ। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে তাকে আটক করা হয়।

 আটক সাদ্দাম সেন্টমার্টিনের দক্ষিণ পাড়ার মৃত সফি মিয়ার ছেলে।

পুলিশ জানায়, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনায় সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ওসমান গনি সঙ্গীয় ফোর্সসহ সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ পাড়ার সাব্বির আহমদের ছেলে বেলাল (৩২) এর বাড়িতে অভিযান চালিয়ে ১ লাখ পিছ ইয়াবাসহ সাদ্দামকে (২৮) আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে উদ্ধারকৃত ইয়াবার সাথে জড়িত ঘরের মালিক বেলাল (৩২), তালেব (৩৮) ও জুবাইর (৩০) পালিয়ে যায়।

টেকনাফ মডেল থানার ওসি রনজিত কুমার বড়ুয়া জানান, আটক সাদ্দাম ও পলাতক তিন আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করা হয়েছে। এছাড়াও সাদ্দামকে কক্সবাজার আদালতে সোপর্দ করা হয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ১৮, ২০১৮ ৩:৪৯ অপরাহ্ণ