আন্তর্জাতিক ডেস্ক:
জাতিসংঘের শান্তিরক্ষী সেজে সন্ত্রাসীরা মালির দক্ষিণাঞ্চলীয় শহর তিমবুকতুতে অবস্থিত ফ্রান্স ও জাতিসংঘের স্থাপনায় হামলা চালিয়েছে। আর এ হামলায় ১ জন মারা গেছে। আহত হয়েছে আরো কয়েকজন। গতকাল শনিবার এ হামলার ঘটনা ঘটেছে। রোববার এ খবর প্রকাশ করেছে রয়টার্স। সন্ত্রাসীরা দুটি আত্মঘাতী গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায় ও ডজনখানেক রকেট নিক্ষেপ করে।
জাতিসংঘ মিশন নিশ্চিত করে জানিয়েছে, ওই হামলায় তাদের একজন শান্তিরক্ষী নিহত হয়েছে। মালির সরকার বলেছে, হামলায় ফ্রান্সের ১০ সৈন্য আহত হয়েছে। তবে ফান্সের মিশন এ ঘটনায় এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। মালির সরকার জানায়, শান্তিরক্ষীদের মতো নীল হেলমেট সন্ত্রাসীরা বোমাভর্তি দুটি গাড়ি দিয়ে স্থাপনায় অনুপ্রবেশের চেষ্টা করে। একটি গাড়িতে জাতিসংঘের নাম লেখা ছিল। অন্যটির রঙ ছিল মালির সামরিক বাহিনীর গাড়ির মতো। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

