৩রা ডিসেম্বর, ২০২৪ ইং | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১০:৫৩

রংপুরে নয় মাসের অন্ত :সত্ত্বা গৃহবধু নিখোঁজ

মোঃ গোলাম আযম সরকার রংপুর:

রংপুরের নব্দীগঞ্জ (কলাবাড়ী) এলাকার মেয়ে এবং লালমনি হাটের সাড়ে ৯ মাসের গৃহবধু ৯ দিন ধরে নিখোজ । লাইলী বেগমের পরিবার অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে লালমনিরহাট সদর থানায় সাধারণ ডায়েরী করেছেন। জিডি নং-৪১৪ তাং-১০/০৪/২০১৮ খ্রিঃ । নিখোঁজ লাইলী বেগম (৩৪) মাহিগঞ্জ কলাবাড়ী গ্রামের সামছুল হকের ৪ নম্বর মেয়ে।
পুলিশ ও তার পরিবার সূত্র জানায়, বিগত ১৬ বছর আগে লাইলী বেগমের বিয়ে হয় লালমনিরহাটের উত্তর সাপটানা মদনেরচক গ্রামের ফজলে করিমের ছেলে এনামুল হকের সাথে। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য প্রায় লাইলী বেগমকে নির্যাতন চালাত এনামুল ও তার পরিবারের লোকজন। কিন্তু লাইলী দরিদ্র পিতার পক্ষে সেই যৌতুকের টাকা দেওয়ার সম্ভব না হওয়ায় দিন দিন তার উপর নির্যাতনের মাত্রা বাড়তে থাকে । এক পর্যায়ে গত ৬ এপ্রিল দুপুরে লাইলী বেগমকে বেধড়ক মারপিট করা হয়। এরপর থেকেই লাইলী বেগমকে পাওয়া যাচ্ছে না। খবর পেয়ে লাইলী বেগমের বাবার সামছুল হক ছুটে এসে লাইলী বেগম কে না পেয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন। নিজের সন্তানের জন্য পাগল প্রায় বাবা মেয়েকে বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে বুধবার লাইলী বেগমের ভাই আব্দুল মজিদ লালমনিরহাট সদর থানায় একটি সাধারন ডাইরী করেছেন। এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ ওসি মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গৃহবধুর ভাই একটি সাধারণ ডায়েরী করেছে। পুলিশ তার সন্ধানের জন্য কাজ করছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ১৩, ২০১৮ ৯:০৮ অপরাহ্ণ