নিজস্ব প্রতিবেদক:
বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খালেদা জিয়াকে ছাড়া কোনো নির্বাচন হবে না। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনকে ছাড়া জনগণ কোনো নির্বাচন হতে দেবে না বলেও মন্তব্য করেন তিনি।।
শুক্রবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এক প্রশ্নের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন, সরকারের প্রত্যক্ষ মদদেই ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে হামলা ও ভাঙচুর চালিয়েছে।
রুহুল কবির রিজভী বলেন, সরকারের প্রত্যক্ষ মদদে ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাবি ভিসি’র বাসভবন ও ছাত্রীদের ওপর হামলা চালিয়েছে। কারণ কোটা সংস্কার দাবির আন্দোলনকে বিপদগামী করার জন্যই ছাত্রলীগ নেত্রী (ইসরাত জাহান) অন্য এক ছাত্রীর পায়ের রগ কেটে দেন। এটা বিরল ও পৈশাচিক ঘটনা। ছাত্রীরা এটা করবে ভাবাই যায় না! আওয়ামী সমর্থিত ছাত্রলীগের নেতাকর্মীরা ভয়ঙ্কর রূপ নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল শাখা ছাত্রলীগের সভাপতি ইসরাত জাহান এশার বহিষ্কারাদেশ প্রত্যাহার প্রসঙ্গে তিনি বলেন, দুই দিনের মাথায় তার (ইসরাত জাহান) বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো। বিষয়টি আমাদের ভাবিয়ে তুলেছে।
কোটা সংস্কার না করে তা বাতিল করার প্রসঙ্গে রিজভী বলেন, কোটা বাতিলের বিষয়ে সরকার প্রধানের (শেখ হাসিনা) বক্তব্যে প্রশ্নে উঠেছে। কারণ এরপর কি চাল হবে তা নিয়ে সবাই আতঙ্কিত!
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অ্যাডভোকেট সানা উল্লাহ মিয়া, আসাদুল করিম শাহীন, তাইফুল ইসলাম টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক দেশজনতা/ এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

