বিনোদন ডেস্ক:
রেসলিংয়ের জগতে ‘দ্য রক’ নামে খ্যাতি কুড়ান তিনি। আর হলিউডের সিনেমাপ্রেমীদের কাছে ডোয়াইন জনসন নামে পরিচিতি। শুক্রবার মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা।
বৈজ্ঞানিক কল্পকাহিনিনির্ভর ছবিটি মুক্তি পেতে যাচ্ছে ১৩ এপ্রিল। ওইদিনই আসবে রাজধানীর বসুন্ধকার সিটির স্টার সিনেপ্লেক্সে।
ব্র্যাড পেটন পরিচালিত এ ছবিতে ডোয়াইন জনসনের সঙ্গে আছেন নাওমি হ্যারিস, মার্লে শেলটন, জেফ্রি ডিন মরগ্যান, জেইক লেসি প্রমুখ।
প্রিমাটোলজিস্ট ডেভিস ওকোয়ে একটি গরিলাকে লালন-পালন করে আসছিলেন। একটি পরীক্ষা চালানোর পর গরিলাটি রূপান্তরিত হয় বিশালাকার দানবে। ক্রমান্বয়ে ধ্বংসলীলা চালিয়ে যায়। একের পর এক শহর, স্থাপনা ধ্বংস করতে থাকে।
ওকোয়ের টিম নানারকম চেষ্টা চালায় তাকে নিয়ন্ত্রণে আনার। কিন্তু কোনো কিছুতেই আটকানো যায় না তাকে। শুরু হয় তার হাত থেকে পৃথিবীকে রক্ষার ভয়ঙ্কর এক লড়াই। শেষ পর্যন্ত কে জিতবে এ লড়াইয়ে?
এ কাহিনির সুখী সমাপ্তি ঘটবে ‘র্যামপেজ’-এ।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

