১০ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৩:০১

ফেনীতে ধর্ষণ: আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ফেনী প্রতিনিধি:

ফেনীর ফুলগাজীতে সালিশের বিচারপ্রার্থী এক নারীকে ধর্ষণের অভিযোগে নুরুল ইসলাম নামে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিনগত রাত ৩টার দিকে উপজেলা সদরের নিজ বাড়ি থেকে ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নুরুল ইসলাম সদর ইউপির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক।

ফুলগাজী থানার ওসি মো. হুমায়ুন কবীর জানান, বিচারপ্রার্থী ওই নারী তার ৫ম শ্রেণি পড়ুয়া ভাগিনাকে নিয়ে বিকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যান। এ সময় নুরুল ইসলাম কৌশলে ওই ভাগিনাকে টাকা দিয়ে দোকানে পাঠিয়ে বিচারপ্রার্থী ওই নারীকে ধর্ষণ করেন। বিষয়টি স্থানীয়রা টের পেলে ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থা গুরুতর দেখে দায়িত্বরত চিকিৎসক তাকে ফেনী আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করেন।

এ ঘটনায় ওই নারীর শাশুড়ি হাজেরা বেগম বাদী হয়ে চেয়ারম্যান নুরুল ইসলামকে আসামি করে ফুলগাজী থানায় মামলা করেন। এর পরই রাতে চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :এপ্রিল ১২, ২০১৮ ১০:১১ পূর্বাহ্ণ