১৮ই ডিসেম্বর, ২০২৫ ইং | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৬:৪২

নীলাকে বাঁচাতে এগিয়ে আসুন

দৈনিক দেশজনতা ডেস্ক:
আছিয়া খানম নীলা, স্বামী: মো. নাজমুল হাসান অপু একজন সাধারণ আয়ের মানুষ। আছিয়া খানম নীলা গত দুই বছর যাবত ব্রেন টিউমারে আক্রান্ত। তার চিকিৎসার খরচ  চালাতে গিয়ে পরিবারটি আজ সর্বস্বান্ত হয়ে পড়েছে। এখন অর্থের অভাবে তার চিকিৎসা বন্ধ হবার উপক্রম।

ডাক্তার বলেছেন, অপারেশন করতে হবে এবং অপারেশনের জন্য প্রয়োজন প্রায় ১৫,০০,০০০/-(পনের লক্ষ) টাকা। যা এ দরিদ্র পরিবারটির পক্ষে জোগাড় করা অসম্ভব। উপরন্তু তার দুই মেয়ের লেখাপড়ার খরচ ও বৃদ্ধা মা ও দৃষ্টিপ্রতিবন্দী বোনের চিকিৎসাও চালাতে হয় নাজমুলকে।

এমতাবস্থায়  দেশ ও বিদেশের বিত্তবান ও সমর্থবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে তার পরিবার। সবার সাহায্য সহযোগিতায় আছিয়া খানম নীলা পরিপূর্ণ সুস্থ হয়ে উঠবে, এ প্রত্যাশা দরিদ্র পরিবারটির। যারা সাহায্য করতে চান তারা এ ঠিকানায় যোগাযোগ করুন- মো. নাজমুল হাসান অপু,দঃ গাজীর চট, আশুলিয়া, সাভার, ঢাকা।মোবাইল ঃ ০১৯১১৩১৯৩৭৮ (বিকাশ পারর্সোনাল)।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :মে ৩০, ২০১৭ ৪:৫০ অপরাহ্ণ