বি-বাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউপির ০৪-নং ওয়ার্ডের দীর্ঘসাইর গ্রামে হতদরিদ্র কৃষক ও খামারি মোঃ করম অালীর পুত্র মোঃ বাদল মিয়ার ঘরে গত রাতে ভয়াবহ ভাবে আগুন লাগে।এতে ০১ টি টিনের ঘর ও ০২ টি গাভী গরু ও শতাধিক হাঁস মুরগী পুড়ে ছাই হয়ে গেছে।
ধারনা করা হচ্ছে অগ্নিকান্ডে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
এই আগুন মশার কয়েল হতে সুত্রপাত বলে জানিয়েছেন অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্থ বাদল মিয়া।আসে পাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রন করেন।
পরে সকাল বেলায় শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অামির হুসেন বাবুল খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এতে সকলকে সতর্কতার সহিত থাকার আহ্বান করেন।
দৈনিক দেশজনতা/ টি এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

