২১শে ডিসেম্বর, ২০২৫ ইং | ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৩:১৬

রণবীর-দীপিকার বিয়েতে চমক

বিনোদন ডেস্ক:

রণবীর সিং ও দীপিকা। শোনা যাচ্ছে, এই বছরেই চার হাত এক হচ্ছে তাদের। পর্দায় তাদের রসায়ন মন জিতেছে সকলের। এবার অপেক্ষা বাস্তব আর পর্দার জীবন এক হয়ে যাওয়ার। গত বছরের শেষে দেশ প্রত্যক্ষ করেছিল বিরুষ্কার মহাপরিণয়। এই মুহূর্তে দেশের তরুণ প্রজন্মের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রণবীর-দীপিকা জুটি।

আপাতত পাওয়া খবর অনুযায়ী, ২০১৮ সালেই তারা বিয়ে করতে চলেছেন। দু’জনের বাবা-মা আলোচনার মাধ্যমে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে চারটি তারিখ ঠিক করেছেন। এ খবর অবশ্য একেবারে নতুন নয়। নতুন খবর হলো তাদের বিয়ের অনুষ্ঠানের সম্ভাব্য স্থান হিসেবে ঠিক হয়েছে সুইজারল্যান্ড।

সম্প্রতি সুইজারল্যান্ড পর্যটনের ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাব পেয়েছেন রণবীর। তবে অবশ্য এখনো প্রস্তাবটি গ্রহণ করেননি। কিন্তু তিনি গ্রহণ করুন না করুন, ওই প্রস্তাব তাকে দেওয়ার মধ্যেই অনেকে ধরে নিচ্ছেন, ওখানেই বিয়ের অনুষ্ঠান হবে সেলেব জুটির। রণবীর-দীপিকার সম্পর্ক প্রায় ৫ বছরের। বহুদিন ধরেই তাদের বিয়ে নিয়ে জল্পনার কথা শোনা যাচ্ছে। আপাতত তাদের ভক্তদের আশা, গত বছরের বীরুষ্কার পরে এবার রণবীর-দীপিকার বহু প্রতীক্ষিত বিয়ে বাস্তবায়িত হবে।

প্রকাশ :এপ্রিল ৯, ২০১৮ ১২:১৫ অপরাহ্ণ