দৈনিক দেশজনতা ডেস্ক:
পবিত্র রমজান মাসে বিশ্বব্যাপী লাখ লাখ মুসলমান রোজা পালন করছে। নিজেদেরকে নিয়োজিত রাখছেন খাদ্যের নানা আয়োজন ও সেবামূলক কর্মকান্ডে। কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে রোজা পালন করতে গিয়ে সিরিয়ার শিশুরা ক্ষুধা নিবারণ থেকে বঞ্চিত হচ্ছে। ধর্মীয় আবেগ অনুভূতি ধারণের এ রমজান মাস উপলক্ষ্যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে শিশুদের মারাত্মক খাদ্য অভাব সম্পর্কে পৃথিবীবাসীকে জানান দিতে আন্তর্জাতিক এনজিও সংস্থা সেভ দ্য চিলড্রেন ‘ইটস নট দ্য সেইম ফর দেম’ শিরোনামে একটি কার্যক্রম শুরু করেছে। মিষ্টি হাতে সুখী শিশুর ছবি ও প্রাণঘাতি গোলাবারুদের শেল হাতে ধুলোবালিময় শিশুর ছবি পাশাপাশি রেখে এ প্রচারণা কার্যক্রম চালানো হবে। রমজানের মধ্যে মধ্যপ্রাচ্যের শিশুদের প্রকৃত অবস্থা প্রচার করতেই তারা এ উদ্যোগ নেয়। ফেসবুকের সহায়তায় ‘হ্যাক ফর গুড’ প্রতিযোগিতার মাধ্যমে তরুণ আরব প্রতিভা সংগ্রহ করা হয়েছে, যারা এ অঞ্চলের প্রধান সামাজিক সমস্যা নিয়ে এ প্রচারাভিযানে কাজ করবে। মধ্যপ্রাচ্যের সেভ দ্যা চিলড্রেনের আঞ্চলিক অফিসের উর্ধতন কর্মকর্তা সোহা ইলাইথি বলেন, “আমরা সকলেই পরিবারের এবং বন্ধুদের সঙ্গে এই মাস উদযাপন করি, এ মাসে সিরিয়ার শিশুদের রমজান মাস পালনের প্রকৃত বাস্তবতা সবার অন্তরে পৌঁছাতে চাই।”
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

