১০ই এপ্রিল, ২০২৫ ইং | ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৩৯
ব্রেকিং নিউজ

লালপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

লালপুর, (নাটোর) প্রতিনিধিঃ

লালপুর উপজেলার বিলমাড়ীয়ায় স্বামীর নির্যাতনে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিবার (১লা এপ্রিল) গৃহবধূর স্বামী হাসান আলী (২৬) কে আটক করে জেলহাজতে প্রেরণ করেছে লালপুর থানা পুলিশ। জানা যায়, চার বছর পূর্বে লালপুর উপজেলার বিলমাড়ীয়ার ইউনিয়নের দিয়াড় শংকরপুর গ্রামের কেরামত আলী কেরুর ছেলে হাসান আলী(২৬) বিডিআর এর সাথে উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত শাহবাজ মন্ডলের মেয়ে শাহানাজ (২২) এর বিয়ে হয়। বিয়ের পরে প্রথম দিকে তাদের সংসার সুখের ছিল। কিন্তু হাসান রাজ মিস্ত্রির কাজ করায় বিভিন্ন সময় শাহানাজকে রেখে দেশের বিভিন্ন অঞ্চলে কাজ করে। এর সুবাদে হাসান জনৈক মহিলার সহিত পরকীয়ায় পড়লে শাহানাজকে মাঝে মধ্যেই অত্যাচার নির্যাতন করে আসছিল বলে নিহতের ভাই মকিম উদ্দিন জানান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে শাহানাজ স্বামীর বাড়ীর ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে এলাকায় জানাজানি হলে লালপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মৃতের লাশ উদ্ধার করে রবিবার নাটোর মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে মামলা তদন্তকারী কর্মকর্তা এস.আই জাহাঙ্গীর হোসেন জানান, আত্মহত্যার প্ররোচনামূলক একটি মামলা হয়েছে।এ ঘটনায় তার স্বামীকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলেই হত্যা না আত্মহত্যা তা জানা যাবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

 

প্রকাশ :এপ্রিল ১, ২০১৮ ৫:২৯ অপরাহ্ণ