আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের গাজা উপত্যকায় পূর্বঘোষিত ‘প্রত্যাবাসন যাত্রা’ কর্মসূচিতে দখলদার ইসরাইলি বাহিনীর গুলিতে ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচ শতাধিক। ভূমি দিবস উপলক্ষে ঘোষিত ‘প্রত্যাবাসন যাত্রা’য় শুক্রবার এই হতাহতের ঘটনা ঘটে। কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভকারীরা সীমান্তের নিরাপত্তা বেড়ার দিকে এগিয়ে গেলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারী সেনাদের লক্ষ্য করে পাথর ছোঁড়ে এবং টায়ার পোড়ায়। জবাবে ইসরাইলি স্নাইপাররা বিক্ষোভে নেতৃত্ব দেয়া কয়েকজনকে লক্ষ্য করে গুলি করে।
‘ভূমি দিবস’র ৪২তম বর্ষপূর্তি উপলক্ষে ‘প্রত্যাবাসন যাত্রা’ নামে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে ফিলিস্তিনিরা। ইসরাইল কর্তৃক ভূমি দখলের প্রতিবাদ করায় ১৯৭৬ সালের ৩০ মার্চ ছয় ফিলিস্তিনিকে হত্যা করা হয়।
বিক্ষোভকারীরা গাজা উপত্যকায় ইসরাইলের সীমানার কাছে পাঁচটি কেন্দ্রে জড়ো হয়। ওই এলাকাকে ইসরাইলি কর্তৃপক্ষ যুদ্ধক্ষেত্র ঘোষণা করে সর্বাত্মক রণ প্রস্তুতি নেয়। সেখানে ইসরাইলি বাহিনী অন্তত ১০০ স্নাইপার নিয়োগ করেছে বলে জানায় আলজাজিরা। রেড ক্রিসেন্ট জানিয়েছে, ইসরাইলি বাহিনীর গুলি ও দাঙ্গা নিয়ন্ত্রণ বাহিনীর অভিযানে পাঁচ শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন।
দৈনিকদেশজনতা/ এফ আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

