বিনোদন ডেস্ক:
নাটক ও সিনেমার প্রশংসিত অভিনেত্রী অর্পণা আবারও বীরাঙ্গনা চরিত্রে অভিনয় করলেন। মাহমুদ দিদার পরিচালিত এ নাটকের নাম ‘আজ পুরবীর দিন’।
এ নাটকের কাহিনী তৈরি হয়েছে মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ের গল্প নিয়ে। স্বাধীনতা যুদ্ধের পর বেশ কয়েকজন বীরাঙ্গনাকে নরওয়ে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে পুরবী একজন। স্বাধীনতার ৪৬ বছর পর সে দেশে আসে বীরাঙ্গনার সার্টিফিকেট তুলার জন্য। দেশে এসে তার পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে। এতে পুরবীর ভূমিকায় অভিনয় করেছেন অর্পণা।
এ প্রসঙ্গে অর্পণা বলেন ‘এর আগেও আমি এ ধরনের চরিত্রে অভিনয় করেছি। এ নাটকটির গল্পও বেশ ভালো। আশা করি দর্শকদের ভালো লাগবে।’ নাটকটি ২৬ মার্চ এনটিভিতে প্রচার হবে। নাটক ছাড়াও নতুন সিনেমায় অভিনয় করার প্রস্তুতি নিচ্ছেন অর্পণা। এ প্রসঙ্গে তিনি বলেন, অপেক্ষায় আছি বড় ক্যানভাসের একটি সিনেমার জন্য। আশা করছি, শিগগিরই হয়তো সুখবরটি দিতে পারব।’
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

