স্পোর্টস ডেস্ক:
স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয়টিতে লড়ছে অস্ট্রেলিয়া। সিরিজে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ক্যামেরুন বেনক্রাফটের বল ট্যাম্পারিংয়ের ঘটনাটি নিয়ে ক্রিকেট বিশ্বজুড়ে চলছে সমালোচনা ঝড়।
ভিডিও ফুটেজে বল টেম্পারিং করার দৃশ্য ধরা পড়ার পর অপরাধ স্বীকার করে অধিনায়ক স্টিভেন স্মিথ জানিয়েছেন, দলীয় সিদ্ধান্তে বল টেম্পারিং করা হয়েছে। ঘটনায় নেপথ্যের কারণ বলতে গিয়ে স্মিথ জানিয়েছেন, খুব বেশি মরিয়া হওয়াতেই প্রতারণার পথে হেঁটেছে অস্ট্রেলিয়া দল! তার এমন বক্তব্যে ক্রিকেট বিশ্ব বাকরুদ্ধ হয়ে পড়েছে।
সমালোচনার বানে বিদ্ধ হলেও অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন না স্মিথ।
দৈনিকদেশজনতা/ আই সি