খুলনা প্রতিনিধি :
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই কারাবন্দী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শুক্রবার রাতে তাদের মৃত্যু হয়। ময়নাতদন্তের পর শনিবার দুপুরে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তারা হলেন- সাতক্ষীরার তালা উপজেলার আবুল হোসেন (৬০) ও মাগুরার মহম্মদপুরের ফজলুর রহমান (৭০)।
খুলনা কারাগারের কারা তত্ত্বাবধায়ক মো. কামরুল ইসলাম জানান, পৃথক মামলায় ওই দুজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। তাদের মধ্যে জন্ডিসে ভুগছিলেন আবুল হোসেন। ১৯ মার্চ তাকে হাসপাতালে পাঠানো হয়। আর পেটব্যথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন ফজলুর রহমান।
দৈনিকদেশজনতা/ এফ আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

