বিনোদন ডেস্ক:
বিরাট কোহলি বর্তমানে ভারতের ক্রিকেট মাঠের একচ্ছত্র সম্রাট। ২২ গজে বিরাটের রুদ্রমূর্তিকে ভয় পায় না এমন বোলার কমই আছে। কিন্তু বিরাট দীপিকা পাড়ুকোনকে ফিরিয়ে দেবেন তা ভাবা যায়নি। দীপিকা পাড়ুকোনে সরাসরিই প্রত্যাখ্যান করে ‘না’ বলে দিলেন বিরাট কোহলি! এর ফলে প্রায় ১১ কোটি টাকা ক্ষতি হলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর। সব মিলিয়ে আইপিএল শুরুর আগেই বিতর্কে জমজমাট ‘ক্রোড়পতি টুর্নামেন্ট’। খবর এবেলার।
আরসিবির সঙ্গে বিজ্ঞাপনী জোট বাঁধতে চেয়েছিল ‘গো আইবিবো’ নামের একটি ভ্রমণ সংস্থা। দীপিকা পাড়ুকোনে সেই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ‘গো আইবিবো’র সেই বিজ্ঞাপনী শুটিং করতে নারাজ বিরাট। কারণ দীপিকার সঙ্গে জুটি বেঁধে শুটিংয়ে রাজি নন বিরাট। তাহলে কী দীপিকার সঙ্গে বিরাটের সম্পর্ক ভালো নয়? একদমই নয়। বিরাটের সঙ্গে আরসিবির কন্ট্র্যাক্টেই নাকি অন্যতম শর্ত ছিল তিনি কোনও হিরোইনের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারবেন না। এতেই বিধি বাম! আরসিবির তরফে রিপ্লাই না পেয়ে পাততাড়ি গুটিয়েছে ভ্রমণ সংস্থাটিও।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

