৯ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৬:৪৬

সংগ্রামী আইনজীবী মিম!

বিনোদন ডেস্ক :

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। টলিউড অভিনেতা জিতের সঙ্গে জুটি বেঁধে প্রথমবার অভিনয় করছেন। ‘সুলতান: দ্য সেভিয়র’ সিনেমায় জুটি বাঁধছেন তারা।

এ খবর পুরোনো হলেও এতে মিম কী চরিত্রে অভিনয় করছেন তা ছিল অজানা। কলকাতার রাজা চন্দ ও বাংলাদেশের আবদুল আজিজ পরিচালিত এ সিনেমায় একজন সংগ্রামী আইনজীবীর চরিত্রে দেখা যাবে এ অভিনেত্রীকে। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

সিনেমাটির প্রথম ধাপের শুটিং কলকাতায় শেষ হয়েছে। দ্বিতীয় ধাপের শুটিং পর্যায়ক্রমে বাংলাদেশ, ভারত ও থাইল্যান্ডে হবে। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের জিৎ’স ফিল্ম ওয়ার্কসের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে সিনেমাটি। চলতি বছর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

বিদ্যা সিনহা মিম অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আমি নেতা হব’। গত ১৬ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে সিনেমাটি।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ২৩, ২০১৮ ৩:৩৬ অপরাহ্ণ