বিনোদন ডেস্ক:
দেশ বিদেশের বহু পুরস্কারে সম্মানিত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়িকা রুনা লায়লা। সম্প্রতি একটি জাতীয় দৈনিক কর্তৃক বিশেষ সম্মাননা পাচ্ছেন তিনি। ২৮ মার্চ পত্রিকাটির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেয়া হবে। পুরস্কারের বিষয়টি নিশ্চিত করে রুনা লায়লা বলেন, ‘এরই মধ্যে দৈনিকটির সম্পাদক আমাকে বিষয়টি জানিয়েছেন।
এর আগে দেশ বিদেশের নানা পুরস্কার পেয়েছি। যতদূর মনে পড়ে কোনো জাতীয় দৈনিক থেকে এ ধরনের সম্মাননা এবারই প্রথম পাচ্ছি। যারা আমাকে এ সম্মাননায় ভূষিত করছেন তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞ।’
এদিকে প্রথমবারের মতো একটি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন রুনা লায়লা। নায়ক আলমগীরের পরিচালনায় ‘একটি সিনেমার গল্প’ নামে এ চলচ্চিত্রটি ১৩ এপ্রিল মুক্তি পাবে। এ চলচ্চিত্রে গাজী মাজহারুল আনোয়ারের লেখা একটি গানের সুর ও সঙ্গীতায়োজন করেছেন রুনা। গানটি গেয়েছেন আঁখি আলমগীর।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

