বিনোদন ডেস্ক:
দর্শকপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। ছোট পর্দার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তার হাতে রয়েছে নির্মাতা সুমন আনোয়ারের ‘ইডিয়েট’ ও ‘সুখী মীরগঞ্জ’ শিরোনামের দুটি ধারাবাহিক।
এই নির্মাতার সঙ্গে কাজের বাইরে মৌসুমীর একটি সম্পর্ক রয়েছে বলেও জানা যায়। দেশ-বিদেশে তাদের দুজনের ঘোরাঘুরির ছবি বিভিন্ন সময় ফেসবুকে ভাসে। অনেক দিন থেকেই এই দুজনের প্রেমের সম্পর্কের কথা শোনা যায় মিডিয়ায়। এ সম্পর্কে মৌসুমী বলেন, এ সম্পর্ক প্রেম নয়, শুধুই ভালো বন্ধুত্ব। কিন্তু মৌসুমীর কাছের মানুষদের অনেকেই বলছেন তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। এমনকি চলতি বছরে তারা হয়তো বিয়ের পিঁড়িতেও বসবেন।
শোবিজে আজকাল অনেক অভিনেত্রীকে শুরুর দিকে কাজের জন্য সেক্রিফাইস করতে হয়, এমন প্রসঙ্গে মৌসুমী বলেন, আমি শুরু থেকেই আমার কাজ নিয়ে আছি। কাজের জন্য কারো কাছে নিজেকে সঁপে দিইনি। এছাড়া আমাকে এখন পর্যন্ত এমন বাজে পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

