বিনোদন ডেস্ক:
চলমান তিন জাতি নিদাহাস ট্রফি থেকে ছুটি পেয়েছেন ভারতীয় জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। অন্যদিকে ভোপাল থেকে ‘সুঁই ধাগা’ ছবির প্রথম অংশের শুটিং শেষ করে মুম্বাই ফিরেছেন আনুশকা। ফলে দুজনের হাতেই এখন অবসর। আর এই অবসরে একে অপরকে যতটুকু পারছেন সময় দিচ্ছেন। আর তারই এক ঝলক ভাইরাল হয়েছে ইন্টারনেট দুনিয়ায়।
ইন্ডিয়া টুডের খবরে প্রকাশ, বিরুশকার ঘনিষ্ঠ একটি ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার দিয়েছেন আনুশকা শর্মা। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায় ইন্টারনেট দুনিয়ায়। এক ঘণ্টায় ছবিটির লাইক ছাড়ায় সাত লাখে। এ ছাড়া কমেন্ট বক্স ভরে যায় নানা শুভেচ্ছা বার্তায়। গত আট মার্চ নারী দিবসে ভক্তদের উদ্দেশে একটি ভিডিও পোস্ট করেন বিরাট। সেখানে আনুশকাকে নিজের জীবনের অসাধারণ নারী হিসেবে অভিহিত করেন।
গত বছর ডিসেম্বরে ‘আমি’ থেকে ‘আমরা’তে পরিণত হন বিরুশকা জুটি। ২০১৩ সালে একটি শ্যাম্পুর বিজ্ঞাপনের মাধ্যমে প্রথম পরিচয় বিরাট-আনুশকার। এরপর তাঁদের প্রেমের গুঞ্জন আর চাপা থাকেনি গণমাধ্যমে। বিয়ের পর দিল্লি ও মুম্বাইতে জাঁকজমকপূর্ণ ভাবে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করেন বিরাট-আনুশকা।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

