বিনোদন ডেস্ক:
এই বছর পর্দায় আসবে নতুন এক জুটি। আরেফিন শুভ ও কলকাতার নায়িকা ঋতুপর্ণার। চিত্রনায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ শিরোনামের ছবিতে তাদের দেখা যাবে। এদিকে নায়ক নায়িকার বয়সের ফারাক থাকলেও ছবিতে তাদের রসায়ন বেশ জমেছে বলে পরিচালক জানিয়েছেন।
মাত্র ২৭ দিনে শেষ করা ছবিটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যও লিখেছেন আলমগীর। শুটিং শেষ হওয়া মাত্রই শুরু হয় পোস্ট প্রোডাকশনের কাজ।
আর এবার জানা গেল পহেলা বৈশাখ উপলক্ষে আগামী ১৩ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে ‘একটি সিনেমার গল্প’ ছবিটি। চলচ্চিত্রটির প্রচারণার কাজে ইতিমধ্যেই নেমে পড়েছেন তিনি।
আলমগীরের নিজস্ব প্রযোজনা সংস্থা আইকন এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত ছবিটির সঙ্গে যুক্ত হলো অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাঢোল লিমিটেড।
আলমগীর বলেন, “১৩ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে ‘একটি সিনেমার গল্প’। তার আগে প্রচারণার কাজ শুরু হচ্ছে। এখন তো প্রচারের যুগ, প্রচারেই প্রসার।”
জানা যায়, শিগগিরই ছবিটির ট্রেইলার মুক্তি দেওয়া হবে। পর্যায়ক্রমে অনলাইনে উন্মুক্ত করা হবে গানগুলো।
‘একটি সিনেমার গল্প’তে আলমগীরের পাশাপাশি অভিনয় করেছেন চম্পা, ঋতুপর্ণা, আরিফিন শুভ, সৈয়দ হাসান ইমাম, সাদেক বাচ্চু, সাবেরী আলম, ওয়াহিদা মল্লিক জলি প্রমুখ।
দৈনিকদেশজনতা/ এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

