বিনোদন ডেস্ক:
বক্স অফিসে প্রথম দিন তেমন সাফল্য পেল না উর্বশী রাউতেলা অভিনীত হেট স্টোরি ৪। প্রথম দিন এই ছবির ব্যবসা মাত্র ৩.৭৬ কোটি টাকার। বাণিজ্য বিশেষজ্ঞ এবং সিনেমা সমালোচক তরণ আদর্শ টুইট করে এই খবর দিয়েছেন। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের এবিপি আনন্দ পত্রিকা।
বিশাল পাণ্ড্য পরিচালিত হেট স্টোরি ৪ এক মডেলের সঙ্গে দুই ব্যবসায়ী ভাইয়ের ত্রিকোণ প্রেমের গল্প। অধিকাংশ সমালোচনাতেই ছবিটিকে নিম্নমানের বলে উল্লেখ করা হয়েছে। ফলে এই ছবির পক্ষে সাফল্য পাওয়া কঠিন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
২০১২ থেকে হেট স্টোরি সিরিজ শুরু হয়েছে। প্রথম ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন পাওলি দাম। সেই ছবিটির পরিচালক ছিলেন বিবেক অগ্নিহোত্রী। ৯ কোটি বাজেটের ছবিটি ১৬.৪৩ কোটি টাকার ব্যবসা করেছিল। ২০১৪ সালে মুক্তি পায় হেট স্টোরি ২। সুরভিন চাওলা, জয় বানশালী ও সুশান্ত চাওলা এই ছবিতে অভিনয় করেন। ১৫ কোটি বাজেটের এই ছবি বক্স অফিসে ৩১.০৭ কোটি টাকার ব্যবসা করে। ২০১৫ সালে মুক্তি পায় হেট স্টোরি ৩। এই ছবিতে অভিনয় করেন জারিন খান, ডেইজি শাহ, করণ সিং গ্রোভার ও শরমন জোশী। ২০ কোটি বাজেটের ছবিটি বক্স অফিসে ৫৫ কোটি টাকার ব্যবসা করে। এবার হেট স্টোরি ৪ কেমন ব্যবসা করে, সেদিকেই চলচ্চিত্র বিশেষজ্ঞদের নজর।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

