চুয়াডাঙ্গা প্রতিনিধি:
সময় এখন নারীর, উন্নয়নে তারা বদলে যাচ্ছে গ্রাম শহরে কর্মজীবন ধারা’ এ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন শ্রেনী-পেশার নারীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, বর্তমানে সামাজিক উন্নয়নে ছেলেদের পাশাপাশি নারীরাও এগিয়ে যাচ্ছে। নারীরা এখন আর সমাজের বোঝা নয়। এছাড়া বাল্যবিয়ে রোধে নারীদের আরো সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

